আজকের এই দিনে, ২৯ অক্টোবর ১৯৪১ সালের পুরান ঢাকার ১০৯ আগা সাদেক রোডের পৈত্রিক বাড়ি "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। তার বাবা, মৌলভী আব্দুস সামাদ ছিলেন সরকারী চাকুরে এবং মা মোবারকুন্নেসা ছিলেন গৃহিণী। ৯ ভাই ও ২ বোনের মধ্যে মতিউর রহমান ছিলেন ৬ষ্ঠ। ১৯৫২ সালে মতিউরকে ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন।
প্রচন...